জামাইবাবুর হাতে অ্যাসিড হামলার শিকার হলেন শ্যালিকা

রাজগঞ্জ, ২৭ মেঃ শ্যালিকাকে অ্যাসিড ছুড়ে মারল জামাইবাবু। শুক্রবার সকালে ফুলবাড়ির পশ্চিম ধনতলার ঘটনা। চিকিৎসার জন্য আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত জামাইবাবুকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রের খবর, শিলিগুড়ির অদূরে থাকা ফুলবাড়ির পশ্চিম ধনতলার বাসিন্দা সফিত মহম্মদের মেয়ে তমিনা বেগমের (২২) সঙ্গে বিয়ে হয়েছিল ফুলবাড়িরই শান্তিপাড়া এলাকার রমজান আলির (৩০)। চার বছর আগে বিয়ে হলেও নিত্য ঝামেলা লেগেই থাকত দুজনের। ছ মাস আগে গ্রামে এক সালিশি সভার মাধ্যমে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়। তমিনা চলে আসেন তার বাপের বাড়ি। তমিনা তাঁর বাবা মায়ের পাশে দাঁড়াতে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজে যোগ দেন। অভিযোগ, কিছুদিন থেকে রমজান আলি তমিনার বাপের বাড়িতে এসে বিরক্ত করত। গতকল রমজান আলি তার এক সঙ্গীকে বাইকে করে নিয়ে এসে তমিনার খোঁজ করে। বাড়িতে না পেয়ে ওই কারখানায় গেলেও ভেতরে ঢুকতে পারেনি সে। আবার কিছুক্ষণ বাদে বাইকে করে ওই দুই যুবক তমিনার বাপের বাড়িতে আসেন। সেসময় তমিনার ছোট বোন মমতাজ খাতুন (১৬) প্রতিবেশীর ৬ মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মেয়েটির উপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় ওই দুই যুবক। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে রমজান আলিকে গ্রেফতার করেছে এবং তাঁর সঙ্গীর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rILJ0H

May 27, 2017 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top