কলকাতা, ২৭ অক্টোবরঃ দেশে প্রথমবারের জন্য কোনও ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট এবার শেষ হওয়ার মুখে। শনিবার সুপার ফাইনাল জন্য তৈরি যুবভারতী। মোহনবাগানের ১৯১১ আইএফএ শিল্ড জয়ী দলের পরিবারের সদস্যদের হাত দিয়েই বিশ্বকাপের টিকিটের উদ্বোধন করা হয়েছিল। এবার ফাইনালের দিন ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে ট্রফি হাতে মাঠের মাঝখানে দেখা যাবে।
ফাইনালের দিন এই দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সুনীল। তিনি বলেন, ‘আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন হবে শনিবার। গর্ব হচ্ছে। কখনও নিজে বিশ্বকাপ খেলিনি। কিন্তু ট্রফি নিয়ে মাঠে ঢুকব, তাও আবার বিশ্বকাপের। সেই ট্রফি ধরার সুযোগ দিচ্ছে ফিফা। ভেবেই দারুণ লাগছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i8QRo1
October 27, 2017 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন