যুব বিশ্বকাপের শেষ ল্যাপ, ইকো পার্কে বিশেষ অনুষ্ঠান

কলকাতা, ২৭ অক্টোবরঃ শনিবাসরীয় ফাইনালের জন্য ইতিমধ্যেই শহরে হাজির ফিফা সভাপতি জিয়ানি ইনফানন্তিনো। তাঁকে খুশি করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যুব বিশ্বকাপের ফাইনালের আগের দিন আজ সন্ধ্যায় রাজারহাটের ইকো পার্কে ফিফার বিশেষ অধিবেশনের পর ব্যবস্থা করা হয়েছে নৈশভোজের।

ফিফা প্রেসিডেন্টের জন্য পোশাকও তৈরি করা হয়েছে। সেটি ডিজাইন করেছেন বাংলার অগ্নিমিত্রা পল। তিনি মোট ৩৬ টি পোশাক ডিজাইন করেছেন। ২৯ টি পোশাক পুরুষদের জন্য ও মহিলাদের জন্য তৈরি হচ্ছে ৭ টি পোশাক।

তবে ফিফা প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে পোশাক বানিয়েছেন অগ্নিমিত্রা। কুর্তা-পায়জামার সঙ্গে থাকছে বিশেষ তুঁতে নীল রঙের জহর কোট।

এদিকে শুধু পোশাকই নয় খাওয়াদাওয়াতেও থাকছে এলাহি ব্যবস্থা। শুক্রবার ইকো পার্কে থাকবে বিশেষ ডিনার। সেখানে ভেটকি পাতুরি থেকে পাবদা সব কিছুই থাকছে ইনফানন্তিনোর জন্য।

এই অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট ছাড়াও হাজির থাকবেন ফিফা-র সমস্ত কর্তারা, থাকবেন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। বিক্রম ঘোষ, ডোনা গঙ্গোপাধ্যায়দের পারফরম্যান্সও থাকবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i9ofei

October 27, 2017 at 04:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top