বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১০২ রানে অলআউট। জবাবে পাকিস্তান ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। ম্যাচটিতে ২০ রানে ২ উইকেট নেন উসমান। তবে ৩.৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হাসান আলী। বল হাতে ২ উইকেট নেন স্পিনার মোহাম্মদ হাফিজ। এছাড়া ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ ও শাদাব খান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অভিষিক্ত সাদিরা সামারাবিক্রমা। দলীয় ৫১ রানে এ ব্যাটসম্যান আউট হওয়ার পর আরও ৫১ রান তুলতে শেষ ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ দিকে ২৩ রানে অপরাজিত থাকেন সেকুগে প্রসন্ন। ব্যাটসম্যানরা কোনো লড়াই করতে না পারলেও বোলাররা মুখ রক্ষা করছে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ফখহার জামান ২ রানে আউট হওয়ার পর বাবর আজম সাজঘরে ফিরেন ১ রানে। তৃতীয় উইকেটে শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ ৪৬ রানের জুটি গড়েন। শেহজাদ ২২ রানে ফিরে গেলেও মালিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। চতুর্থ উইকেটে ৩৮ রানের গড়েন হাফিজ ও মালিক। ৪২ রানে মালিক ও ২৫ রানে হাফিজ অপরাজিত থেকে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেও স্বাদ মেটেনি পাকিস্তানের। টি-টোয়েন্টিতেও তাদের হোয়াইটওয়াশের মহা পরিকল্পনা করছে পাকিস্তান! এমনটা ভাবাই যেতে পারে। আজ একই মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। তথ্যসূত্র: গো নিউজ২৪ এআর/১৫:৪৫/২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zTRDNx
October 27, 2017 at 09:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top