নিউ ইয়র্ক, ৩০ অক্টোবরঃ ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল প্রবাসী ভারতীয় তথ্যপ্রযুক্তিবিদ দম্পতির। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইওসমাইট ন্যাশনাল পার্কের ঘটনা।
সান ফ্রান্সিস্কো পুলিশ জানিয়েছে, বিষ্ণু বিশ্বনাথ(২৯) এবং স্ত্রী মীনাক্ষি মূর্তি(৩০) গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় পাহাড়ি জাতীয় উদ্যান, ইওসমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন। পার্কের সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু টাফ্ট পয়েন্টের নিচে ৮০০ ফুট গভীর খাদে গত বুধবার তাঁদের দেহ দেখতে পান অন্য পর্যটকরা। তাঁরাই পার্ক কর্তৃপক্ষকে খবর দিলে বৃহস্পতিবার বিষ্ণু এবং মীনাক্ষির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। সোমবার তাঁদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তাঁরা আচমকা পড়ে গিয়েছিলেন নাকি নিজেরাই আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
টাফ্ট পয়েন্টে থেকে পুরো পার্কের অসাধারণ দৃশ্য ভালোভাবে দেখা যায়, তাই ওই জায়গাটি পার্কে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকে সেখানে বিয়েও করেন। পার্কের তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, দুজনেই পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। বিষ্ণু এবং মীনাক্ষি ২০১৪ সালে বিয়ে করেছিলেন। বিষ্ণু সান জোসের সিস্কো কোম্পানিতে সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ায় নিউ ইয়র্ক থেকে সম্প্রতি সান জোসে চলে যান ওই দম্পতি। অ্যাডভেঞ্চারের নেশা ছিল তাঁদের। সেজন্য ব্লগও খুলেছিলেন বিষ্ণু-মীনাক্ষি। তাঁরা আত্মহত্যা করেছেন, এই তথ্য মানতে নারাজ তাঁদের আত্মীয়, বন্ধু, সহকর্মী এবং পরিচিতরা। ভারতে যে কলেজ থেকে তাঁরা পাশ করেছিলেন সেখানকার পুরনো সহপাঠীরা বিষ্ণু-মীনাক্ষির আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qhRsbp
October 30, 2018 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন