সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেয়াতে মানববন্ধন

madaripur-29-12-16-human-chain-journalist-pic-3মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে পেশাগত কাজে বাঁধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা সাংবাদিকরা অংশ নেন। এ সময় পেশাগত কাজে বাঁধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এসব দুষ্কৃতিকারীদের আগামী ৩ দিনের মধ্যে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানানো হয়। তা না হলে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় অনুষ্ঠিত মানববন্ধনে।madaripur-29-12-16-human-chain-journalist-pic-1
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন, সিনিয়র সাংবাদিক ড. বশির আহমদ, এটিএন নিউজের জহিরুল ইসলাম খান, ইন্ডিপেনডেন্ট পত্রিকার এমএ আকবর খোকা, ইন্ডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের বেলাল রিজভী, চ্যানেল ২৪’র সাংবাদিক সাগর হোসেন তামিমসহ অন্যরা।
madaripur-29-12-16-human-chain-journalist-pic-1বুধবার সদস্য প্রার্থী ফারুক খানের সর্মথকরা সদর উপজেলার ৯নং কেন্দ্র দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাঁধায় ব্যর্থ হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন, আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অজয় কুন্ডু, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুর রহমান আরিফকে লাঞ্ছিত করা হয়। পরে বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মাদারীপুরের সুধিমহলও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

অজয় কুন্ডু, মাদারীপুর



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hykCAY

December 29, 2016 at 01:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top