কলকাতা, ২৬ জানুয়ারি- সময়ের সাথে সাথে নিজের ক্যারিয়ারে যোগ করছেন নতুন নতুন পালক। তারই ধারাবাহিকতায় কলকাতার জিতের বিপরিতে বস টু ছবিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এছাড়াও এ ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। নুসরাত ফারিয়া বলেন, ২৬ ও ২৭ জানুয়ারি ছবিটির ফটোশুটে অংশ নেবো। ২৮ জানুয়ারি হবে বিশেষ ওয়ার্কশপ। ২৯ জানুয়ারি একদিনের শুটিং হবে। এরপর ১২ ফেব্রুয়ারি থেকে টানা শুটিং চলবে। ছবিটি পরিচালনা করবেন বাদশার নির্মাতা বাবা যাদব। পেলে ভট্টাচার্য ও আব্দুল্লাহ জহির বাবু গল্প লিখেছেন। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সম্প্রতি শামীম আহমেদ রনির পরিচালনায় ধ্যাততেরেকির ছবির শুটিং শেষ করেছেন ফারিয়া। তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এ জুটির প্রথম সিনেমা প্রেমী ও প্রেমী মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এদিকে বাদশা-দ্যা ডন ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সুপারেস্টার জিৎ ও বাংলাদেশ-এর নায়িকা ফারিয়া। এটি ২০১৬ মুক্তি পায়। চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিবেশনা করেছে ভারত এর এসকে মুভিস ও বাংলাদেশ-এর জাজ মাল্টিমিডিয়া। আর/১২:১৪/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k4brZA
January 26, 2017 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top