অভিনেতা গিরীশ তৌরানিকে মনে আছে? যিনি রমাইয়া ভাস্তাবইয়া নামের সিনেমাটির নায়ক ছিলেন। তিনি নিজের বিবাহিত জীবন সম্পর্কে সম্প্রতি একটি বোমা ফাটিয়েছেন। জানিয়েছেন, তিনি এক বছর আগেই বিয়ে করেছিলেন। কিন্তু এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন বিশেষ কারণে। ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন গিরীশ। স্ত্রী হিসেবে তিনি বেছে নেন নিজের শৈশবকালীন প্রেমিকা কৃষ্ণাকে। এই বছর তাঁদের প্রথম অ্যানিভার্সারি পালনের সময়ে এসে গিয়েছে। এবং সেলিব্রেশনের কাজটি তাঁরা বেশ ধূমধাম করেই পালন করতে চান। বরবেশী কিন্তু এত দিন নিজের বিয়ের কথা গোপন রাখলেন কেন গিরীশ? নায়ক জানাচ্ছেন, মূলত পেশাগত কারণেই এই গোপনীয়তা। তিনি চাননি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় অতিরিক্ত চর্চার ফলে ক্ষতি হোক তাঁর প্রফেশনাল জীবনের। তা ছাড়া কৃষ্ণাও আমার জীবনের গোপনীয়তা সম্পর্কে যথেষ্ট সতর্ক, জানান গিরীশ। পাত্রী কৃষ্ণা গিরীশ জানিয়েছেন, কৃষ্ণা ছিলেন স্কুলে তাঁর ক্লাস মেট তথা বন্ধু। ২০০৭ সাল থেকে তাঁরা প্রেম করেছেন। শেষে ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। হনিমুনে যোধপুরে বিয়ে হয় তাঁদের। ডিজাইনার মণীশ মালহোত্র কৃষ্ণার লেহেঙ্গাটি ডিজাইন করেছিলেন। কৃষ্ণা জানিয়েছেন, তাঁর লেহেঙ্গাটির ওজন ছিল ১৪ কেজি। বিয়ের পর হনিমুন হিসেবে গিরীশ-কৃষ্ণা বেড়াতে যান ইউরোপে। স্কটল্যান্ড, লন্ডন, ইবিজা, বার্সিলোনা প্রভৃতি জায়গা ঘুরে তাঁরা দেশে ফেরেন। বর্তমানে গিরীশ লভসুদা নামের একটি ফিল্মে অভিনয়ের কাজ করছেন। এফ/২১:৫৩/০৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lc9gB6
February 06, 2017 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top