কালিয়াচকে গুলি করে কুপিয়ে খুন যুবককে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কালিয়াচকঃ মণিপুরে হেরোইন পাচার নিয়ে বিবাদের জেরে গুলি করে ও কুপিয়ে খুন করা হল কালিয়াচকের এক যুবককে। মৃতের নাম আবদুল বারি (২৫)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বিবিগ্রামে একদল মাদক পাচারকারীর হাতে খুন হন আবদুল বারি। একজনের বাড়ি থেকে ফেরার পথে বিবিগ্রামের রাস্তার ধারে ৭-৮ জনের একটি দুষ্কৃতীদল আবদুল বারিকে ঘিরে তাঁর বুকে কয়েকটি গুলি চালায়। পরে ভোজালি দিয়ে খুন করা হয়। ঘটনার খবর জানাজানি হতেই গ্রামের লোকজন বেরিয়ে আসে। তখনই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত এম্পা শেখ এখনও অধরা। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শুক্রবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2l1JtxN

February 10, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top