প্রত্যাশিত জয় রিয়ালের, মিউনিখে চুরমার আর্সেনাল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মাদ্রিদঃ চ্যাম্পিয়ন্স লিগে চমকের রাতের সংখ্যা বাড়ল না। মঙ্গলবার পিএসজি-র কাছে বিধ্বস্ত হয়েছে মেসি-নেইমারদের বার্সেলোনা। বুধবার এ ধরনের কোনো অঘটন নেই। তবে মাদ্রিদ এবং মিউনিখে গোলের ছিল ছড়াছড়ি। শেষ ষোলোর ম্যাচে মাদ্রিদে নাপোলির বিরুদ্ধে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। মিউনিখে আর্সেনালকে ৫-১ গোলে চুরমার করে বেয়ার্ন মিউনিখ।

তবে রিয়াল শিবিরকে একসময় হতভম্ব করে দিয়েছিলেন লোরেনজো ইনসিনিয়া। ৮ মিনিটে নাভাসের ভুলের ফায়দা লুটে নাপোলিকে তিনি এগিয়ে দেন। ১৮ মিনিটে সেই গোল পরিশোধ করে রিয়াল। গোলটি করেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে আরও দু-গোল তুলে নেয় তারা। গোল করেছেন টনি ক্রুস এবং ক্যাসিমেরো।

ওদিকে, মিউনিখে বেয়ার্নকে এগিয়ে দেন আর্জেন রবেন। অ্যালেক্সিস স্যাঞ্চেজের গোলে সমতা ফেরায় আর্সেনাল। এটাই তাদের শেষ সাফল্য। প্রথমার্ধ ১-১ গোলে শেষ করার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় আর্সেনাল। বেয়ার্ন তাদের ছিন্নভিন্ন করে তুলে নেয় আরও চারটি গোল। ৪ মিনিটের ব্যবধানে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি এবং থিয়াগো অ্যালকানতারা। ৮ মিনিট পর অ্যালকানতারা করেন নিজের দ্বিতীয় গোল। ৮৮ মিনিটে আরও এক গোল করে আর্সেনালের শেষ আটে ওঠার সম্ভাবনায় কার্যত পেরেক পুঁতে দেন টমাস মুলার।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2kziZQk

February 16, 2017 at 03:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top