মুম্বাই, ২১ এপ্রিল- বেশ ঢাকঢোল পিটিয়ে বড় আয়োজন করে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় দুই তারকা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপর থেকে এই দম্পতির সুখের সংসারের পথচলা। যদিও মাঝে মাঝে গণমাধ্যমে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানারকম গুজব ছড়ানো হয়েছিল যা সাংসারিক জীবনে তেমন একটি প্রভাব ফেলতে পারেনি। সম্প্রতি তাঁরা বিয়ের এক দশক পূরণ করলেন। জানা যায়, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনের এক দশক পার হওয়ায় টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের কাছের বন্ধু করন জোহর। তিনি টুইটারে তাঁদের দুজনের ছবি পোস্ট করে লিখেন, অভিনন্দন জুনিয়র বচ্চন চমৎকার ১০টি বছরের জন্য। কীভাবে সময় চলে যায়? আমি এখনো সংগীত পরিবশনার কথা মনে করি। বন্ধু করনের টুইটারের প্রতিউত্তরে অভিষেক বচ্চন লিখেন, এবং এটা ঠিক যে ১০ বছর হয়ে গেছে। ঐশ্বরিয়া ও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল। অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল ২০০৭ সালের ২০ এপ্রিল। এই দম্পতির আরাধ্য নামে একটি কন্যাসন্তান রয়েছে। আর/১২:১৪/২১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oOUOTa
April 21, 2017 at 06:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন