ঢাকা, ০৬ জুন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার ও সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। হাসপাতালে তাদের দেখতে গিয়ে এ ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার (০৫ জুন) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আব্দুল জব্বারের শষ্যার পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন। কণ্ঠশিল্পী আব্দুল জব্বার কিডনি ও হৃৎপিন্ডের সমস্যাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সেই সময়ে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। কিংবদন্তী এই কণ্ঠশিল্পী স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আব্দুল জব্বারকে দেখে স্বাস্থ্যমন্ত্রী বিএসএমএমইউতে চিকিৎসাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহের গফরগাঁও থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট সগির আনোয়ারের স্ত্রী রওশন আরাকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। আর/১২:১৪/০৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qQUEcA
June 06, 2017 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top