কলকাতা, ০৩ জুলাই- নারদ কাণ্ডে শেষ পর্যন্ত সিবিআই দফতরে হাজির হলেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ । সোমবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূলের ওই সাংসদ । নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সম্পরতি তৃণমূল সাংসদকে নোটিশ পাঠায় সিবিআই । কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পাওয়ার পরও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে হাজিরা দেননি তৃণমূলের ওই সাংসদ । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আরও বেশ কিছুটা সময় দেওয়া হোক বলে সিবিআইয়ের কাছে দাবি করেন সুলতান আহমেদের আইনজীবী । এরপর থেকেই চলছিল টানাপোড়েন । অবশেষে আজ সকাল সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের ওই সাংসদ । এদিকে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ কেমন আছেন, সে বিষয়ে বেলভিউ হাসপতালে খোঁজ খবর চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । ইকবাল আহমেদ সুস্থ হলেই তাঁকে নারদ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে । এসবের পাশাপাশি নারদ কাণ্ডে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই টাইগার মির্জা করেছেন বলেও জানা যাচ্ছে । কলকাতায় এলে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে আইপিএস মির্জার যোগাযোগ টাইগার মির্জাই করিয়ে দিতেন বলে জানা গিয়েছে । এআর/১৪:৪৫/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tAT82O
July 03, 2017 at 08:47PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top