ইসলামাবাদ, ০৩ জুলাই- নারীদের ক্রিকেটে ওভার কমিয়ে দেওয়ার ইচ্ছাটা ওয়াকার ইউনুসের মনে কেন আসল কে জানে। মেয়েদের বিশ্বকাপ চলার সময়ে টুইটারে আইসিসিকে ওভার কমানোর পরামর্শ দিয়ে যে তোপের মুখে পড়তে হল এই পাকিস্তানি কিংবদন্তি পেসারকে। নারী সাংবাদিক থেকে ক্রিকেটার, সকলেই ওয়াকারের মন্তব্যকে আপত্তিকর ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার আইসিসির উদ্দেশ্যে একটি টুইট করেছিলেন ওয়াকার। সেখানে নারী ক্রিকেটে ওভার কমিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছিলেন, নারী ক্রিকেটে কি ওভার কমিয়ে আনা যায় না? এই যেমন- টেনিসে নারীদের জন্য ৫ সেটের পরিবর্তে ৩ সেটে খেলা হয়। আমার মনে হয় ৫০ ওভার একটু বেশি খেলা হয়ে যায়। তবে এমন টুইট করার পরপরই ক্ষোভের মুখে পড়েছেন ওয়াকার। বিশেষ করে বিশ্বকাপে আসা নারী সাংবাদিকরা মেনে নিতে পারছেন না তার মতামত। অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক ম্যালিন্ডা প্যারেলের মতে ওয়াকারের টুইটটি স্পষ্টত নারীদের বিপক্ষে এবং বৈষম্যমূলক। ওয়াকার অবশ্য ক্ষোভের আঁচটা ধরতে পারছেন। নিজের কথার ভুল অর্থ দাঁড় করানো হয়েছে বলে দাবি করেছেন। স্বপক্ষে সাফাই গেয়ে আরেকটি টুইট করেছেন ওয়াকার, দেখুন, কম ওভার খেলতে বলা মানে অনেক দর্শক, অনেক প্রতিযোগিতা। এখানে কোন বৈষম্যমূলক ইঙ্গিত ছিল না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t8ikwD
July 03, 2017 at 08:13PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top