ঢাকা, ৩১ জুলাই- বাংলাদেশে সর্বশেষ ২০০৬ সালে টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। প্রায় ১১ বছর পর আগামী আগস্টে আবার অসিদের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। আর এ সিরিজেই স্পিন বোলিং কোচ হিসেবে আসতে যাচ্ছেন সেই ম্যাকগিল। চূড়ান্ত না হলেও প্রায় নিশ্চিত তিন মাসের চুক্তিতে বাংলাদেশে আসছেন এ অস্ট্রেলিয়ান। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এক জরুরী সভায় বসে বোর্ড পরিচালকরা। সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাকগিলকেই সাকিব-তাইজুলদের জন্য কোচ নির্বাচন করে হবে। এ প্রসঙ্গে পাপন বলেন, আমাদের হাতে অনেক বিকল্প ছিল। তবে আমরা স্পিন কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাকগিলকে প্রথম পছন্দ করেছি। তবে দীর্ঘমেয়াদী চুক্তিতে আসছেন না ম্যাকগিল। প্রাথমিকভাবে তিন মাসের জন্য আসছেন তিনি। তার কাজ দেখে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পাপন, আমরা আসলে ম্যাকগিলের কাজ দেখে নিতে চাচ্ছি। তাছাড়া তারও আমাদের দেখে নেওয়ার আছে। তবে এখনও কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি। এদিকে হাই পারফরম্যান্সের (এইচপি) ইউনিটের জন্য শ্রীলঙ্কান চম্পাকা রামানায়েকেকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান পাপন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশে আসেননি ফিজিও তিহান চন্দ্রমোহন। তবে আরও কিছু দিন তার জন্যে অপেক্ষা করবে বিসিবি। কদিন আগেই মার্ক ওনীলকে ব্যাটিং কোচ হিসেবে এনেছে বিসিবি। মূলত বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি। তার কাজে সন্তুষ্ট হলেই তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে বিসিবি। আর/০৭:১৪/৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tPz1uL
July 31, 2017 at 02:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top