অধিনায়ক কোহলির আপত্তিতে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। কোচ-অধিনায়কের চরম দ্বন্দ্বের জেরেই স্ব-ইচ্ছায় পদত্যাগ পত্র জমা দেন ভারত দলের কোচ। তবে যাওয়ার আগে ঠিকই তীর ছুড়েছেন কোহলির দিকে। বলে গেছেন, বিরাট কোহলি চান না তাই তিনি সরে যাচ্ছেন। কিন্তু ভারতীয় দলের ম্যানেজারের মতে, কোহলি সম্পূর্ণ নির্দোষ। সদ্য শেষ হওয়া আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরেছে ভারত। কেন এই হার, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন গেলো কোহলি-কুম্বলে দ্বন্দ্ব এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে টিম ম্যানেজার কপিল মালহোত্রা। আর এই সম্পূর্ণ প্রতিবেদনে কোথাও কোহলির বিরুদ্ধে কোনো কিছু লেখা হয়নি। ম্যানেজার তার রিপোর্টে লিখেছেন, বিরাটকে কখনো কুম্বলের সঙ্গে অভদ্র আচরণ করতে দেখেননি তিনি। অথচ সংবাদ মাধ্যমগুলোতে বারবারই ঘুরে ফিরে আসছিলো ড্রেসিং রুমে কোহলির কোচের প্রতি খারাপ আচরণের কথা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর পক্ষে থেকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলা হয়েছে, কপিল মালহোত্রা রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্টে অন্তত এমন কিছু নেই যা থেকে প্রমাণ হয়, কোহালি কোচের প্রতি উদ্ধত আচরণ করেছিল বা কোনো রকম শৃঙ্খলাভঙ্গ করেছিলেন। প্রত্যেক সিরিজ বা সফরের পর ম্যানেজারের রিপোর্ট বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে ম্যানেজারকে কুম্বলে-কোহলি বিতর্কের উপর রিপোর্ট দিতে বলেছিল বোর্ড। সূত্র আরও বলেন, তাকে (ম্যানেজার) মূলত কোহলি-কুম্বলের ব্যাপারেই জানাতে বলা হয়েছিল। রিপোর্টে ড্রেসিংরুম বিবাদের মতো কিছুর উল্লেখ নেই।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ta38Px
July 04, 2017 at 06:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন