কুমিল্লা সিটি পার্কের রাস্তায় ময়লার স্তূপ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি পার্কের আশেপাশের রাস্তা ময়লার স্তূপে পরিনত হয়েছে। পার্কে প্রতিদিন কুমিল্লা শহরের সাধারণ জনগন সকাল থেকে সুন্দর স্বাস্থ্যের জন্য ব্যায়াম করেন ও বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অবসর সময় কাটিয়ে থাকেন। এই রাস্তা দিয়ে অনেক দর্শনার্থী চলাচল করেন। ছোট্ট শিশুদের বিনোদনের জন্য নিয়ে আসেন তাদের মা বাবা। আর সেই স্থানে ময়লা ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী করে রেখেছে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী সালমা আক্তার জানান, মানুষ পার্কে আসে বিনোদনের জন্য মন ভাল করার জন্য। এরকম বিনোদন কেন্দ্রে গিয়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশ সাধারণ জনগন ও বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর পাশাপাশি পরিবেশও দূষণ হচ্ছে।

নুসরাত মোনাজ্জিন জানান, পার্কে মানুষ সুন্দর স্বাস্থের জন্য আসেন। আর পার্কে এমন পরিবেশ দুঃখজনক। এমন পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

The post কুমিল্লা সিটি পার্কের রাস্তায় ময়লার স্তূপ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2hdHcjh

September 19, 2017 at 07:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top