নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার রাজনগরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ই অক্টোবর ) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলো- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আবুল হোসেনের পুত্র আব্দুল মালেক (২৭) ও একই উপজেলার মর্তুজ আলীর পুত্র ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন ও রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করে। এসময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়।
আটক ডাকাত আব্দুল মালেকের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা বিচারাধীন বলে নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xKap7W
October 17, 2017 at 12:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন