সুুরমা টাইমস ডেস্ক:: নভেম্বরে শুরু হবে শাকিব খান অভিনীত নতুন ছবি ‘মামলা হামলা ঝামেলা’র শুটিং। উত্তম আকাশের এই ছবিতে শাকিবের নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে থাকবে দুটি আইটেম গান। একটিতে পারফর্ম করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে আরেকটি গানে পারফরম্যান্সের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কাছে সানি লিওনের নাম প্রস্তাব করেছেন নায়ক শাকিব খান। প্রযোজক সেলিম খানও রাজি এককথায়। তিনি বলেন, ‘সানি হলে আমার ছবির প্রচারণা বাড়বে অনেক। দর্শকও আকৃষ্ট হবে। তবে মুম্বাইয়ের ছবিতে সানি যে ধরনের পোশাক পরে থাকেন, আমরা তেমন পোশাক পরাব না। শালীনতা বজায় রেখেই গানের দৃশ্যায়ন করব। ’
সেলিম আরো বলেন, ‘এ সপ্তাহেই কলকাতা যাবেন শাকিব।
সানির সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁকেই দায়িত্ব দিয়েছি। আমি বাজেট নিয়ে ভাবছি না, ভাবছি কিভাবে দর্শককে হলে টেনে আনা যায়। ’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y7JczG
October 08, 2017 at 12:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন