সুুরমা টাইমস ডেস্ক:: ওয়েডিং ফটোশ্যুট করে চরম আফসোস দম্পতির। ঘটনাটি ঘটেছে বার্মিংহামে। পবিত্র গ্রীক মন্টেসরিতে ঘনিষ্ট দৃশ্যে ফটোশ্যুট করলেন তারা। ম্যাথু লুন এবং কার্লি রহোডসের একটি চার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐ দম্পতি। এই বিবাহকে চিরস্মরণীয় করে রাখতে তারা ঘনিষ্ট দৃশ্যে ফটোশ্যুট করেন। অভিনব উপায়ে তারা এই ফটোশ্যুট করেন। এই ফটোশ্যুটের বিষয়ই ছিল সেক্স। বিভিন্নরকমের সেক্স পজিশনে এই ফটোশ্যুট করেন তারা।
প্রসঙ্গত, এই ফটোশ্যুটের ফটোগ্রাফার কোনও প্রফেশনাল ফটোগ্রাফার নন। তাদের পরিবারেরই একজন এই ফটোশ্যুট করেন। ওই দম্পতি তাদের বিয়ের এই ফটো সোশ্যাল সাইটে পোস্ট করতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। চার্চের মধ্যেই এই ফটোশ্যুট করেন তারা। এই ঘটনার পরই বিতর্কের মুখে পড়েন চার্চের বিশপ। তিনি অবিলম্বে চার্চে সমস্ত বিয়ে বাতিল করে দিয়েছেন। যদিও এই ঘটনায় ওই দম্পতি অনুশোচনা করেছেন। কিন্তু তারা একইসঙ্গে স্বীকার করেছেন যে, তারা ভুল কোনও কাজ করেন নি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ynTqu2
October 16, 2017 at 01:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন