টিভি অভিনেত্রী আজমেরি হক বাঁধন ২০১০ সালে ভালোবেসে মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় শুরু হয় সাংসারিক কলহ। শেষাবধি সংসার ভেঙ্গে যায় ২০১৪ সালের নভেম্বরে। বাঁধনের এই সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। সম্প্রতি একমাত্র মেয়ে সায়রাকে কানাডায় পাঠিয়ে দিতে চাইছেন তার বাবা সনেট। এ নিয়ে বাঁধনের সাথে মামলা পর্যন্ত হয়েছে সেনেটের। এসব খবর ইতোমধ্যেই সবার জানা। এবার শোনা গেল নতুন খবর। সম্প্রতি এই অভিনেত্রী আবারো বিয়ে করেছেন। তাও আবার তার থেকে ১২ বছরের ছোট এক ছেলেকে। তাহলে কি বাঁধনের প্রাক্তন স্বামী সনেটের কথায় সত্যি হলো? শেষ পর্যন্ত সত্যি সত্যিই কি বাঁধনের চরিত্রে দাগ লাগলো? এমনটাই ভাবছেনতো? না এমন কিছু নয়, বাস্তবের কোনো বিয়ের কথা বলা হচ্ছে না। এটা একটা নাটকের কথা বলা হচ্ছে। সম্প্রতি এই অভিনেত্রী দি পাবলিক নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। আর এই নাটকের গল্পটি এমনই। নাটকটিতে বাঁধনের বিপরীতে অভিনয় করেছেন জোভান আহমেদ। বাঁধন জোভানকে বিয়ে করে বাবার বাড়িতেই থাকেন। অন্যদিকে ঘরজামাই হয়ে জোভানের কাটছে সময়। জোভানকে বিয়ে করার কারণ হলো বাঁধনের সবকিছু যেন সে সুবোধ বালকের মতো মেনে চলে। তার কথার বাইরে যেন না যায়।-এমনই গল্পে নাটকটিতে অভিনয় করতে দেখা যাবে বাঁধনকে। দি পাবলিক নির্মাতা জুয়েল মাহমুদ জানান, এরই মধ্যে ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ পছন্দ হবার মতোই একটি গল্পে নাটকটি নির্মাণ করছি। উল্লেখ্য, বাঁধন-জোভান ছাড়া ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন আবুল হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, আলভী ও নাদিয়া মিম। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:৩০/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xdhj69
October 22, 2017 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top