সুরমা টাইমস ডেস্ক; হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ও সকালে পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি ও গাঁজা জব্দ করে সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি উপজেলার গউছপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২ কেজি গাঁজা রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে ওই গাঁজা জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা বলে তিনি জানান।
অপরদিকে, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার সাইদুর রহমানসহ একদল বিজিবি উপজেলার শিয়ালউড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান আঁচ করতে পেরে চোরাকারবারীরা ১শ’ পিস ভারতীয় শাড়ি রেখে পালিয়ে যায়। পরে শাড়িগুলো উদ্ধার করে বিজিবি। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yVkEXY
October 10, 2017 at 03:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন