মুম্বাই, ১০ অক্টোবর- বরাবরই বিগ বস রিয়্যালিটি শো শুরু কবে হবে, কে কে আছে, কি থাকবে নতুনত্ব তা নিয়ে বহু জল ঘোলা হতে দেখা গেছে। আর এবার তো বিগ বসের চেয়ার নিয়ে টানাটানি। প্রতিযোগীদের মধ্যে ঝগড়ার কারণেই বিগ বসের টিআরপি ছিল আকাশছোঁয়া। তবে এবার হলো এক অভিনব কাণ্ড। সালমান খানের বিরুদ্ধে জারি হলো এফআইআর। বিগ বসের ঘর থেকে সদ্য বিদায় নিয়েছে প্রতিযোগী জুবেইর খান। কম ভোটের কারণে এই প্রতিযোগিতা থেকে বাদ পড়েন তিনি। আর সেই দুঃখ হয় একেবারেই মেনে নিতে পারেনি জুবেইর। সেই কারণেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি করতে হয় জুবেইরকে। সালমান নাকি তাকে বলেছেন কাজ করতে দেবে না এখানে, এমনকি মেরে ফেলারও হুমকি দিয়েছেন এমনটাই দাবি জুবেইরের। আর এমন অভিযোগের ভিত্তিতেই সালমানের বিরুদ্ধে এফআইআর জারি করা হয়। তথ্যসূত্র: কালের কণ্ঠ অনলাইন এআর/১৬:০০/১০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zcoY6c
October 10, 2017 at 09:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন