দার্জিলিং, ১৭ অক্টোবরঃ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় দার্জিলিং সদর থানায় খুনের মামলা রুজু করল পুলিশ। বিমল গুরুং, প্রকাশ গুরুং, প্রবীণ সুব্বা, দীপেন মালে, সুরজ থাপা সহ ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। খুন ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর গুরুংয়ের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। এই অভিযানেই নিহত হন এসআই। মোর্চার তরফ থেকে দাবি করা হয়েছে তাদের এক সমর্থকেরও মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গ্রেফতারি এড়াতে ঘন ঘন জায়গা পরিবর্তন করছে গুরুং।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yPSv8H
October 17, 2017 at 11:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন