ডেস্ক রিপোর্ট ● গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের কৃষক শামসুল হকের ছেলে এবং কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) গ্রামের গাজীপুর মেরিডিয়ান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব হোসেন। এই বয়সেই সে মরণ খেলা ‘ব্লু হোয়েলে’ আসক্ত হয়ে পড়ে। হাত কেটে এঁকেছে তিমি মাছের ছবি। সোমবার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেক অভিভাবক আতংকিত হয়ে পড়েছে।
গাজীপুর মেরিডিয়ান স্কুলের শিক্ষক আবদুল্লাহ-আল মামুন বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস নেয়ার সময় রাকিবের বামহাতে ব্যান্ডেজ দেখতে পায় স্কুলের ম্যাডাম। বিষয়টি জানতে পেরে রাকিবের কাছে গিয়ে ব্যান্ডেজের কারণ জানতে চাই। সে কোনো উত্তর দিতে না পারায় তাকে প্রিন্সিপালের কক্ষে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে- সে উল্টাপাল্টা জবাব দেয়। পরে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
রাকিব জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোবাইলফোনে ইন্টারনেট অন করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি অ্যাপস ভাসতে থাকে। কৌতূহলবশত অ্যাপসটি ওপেন করি। এরপর একটি কল এলে আমি রিসিভ করি। তারপর আস্তে আস্তে শুরু হয় মজার মজার ধাপ। পরে সে ‘ব্লু হোয়েল’ গেম খেলায় আসক্ত হয়ে পড়ে।
খেলতে খেলতে আসে চ্যালেঞ্জিং পর্ব। তবে গত তিন দিন যাবৎ গেমটির কত পর্ব খেলেছে বাকি কি কাজ করেছে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি রাকিব।
সে বলে, ‘আমার তেমন কিছু মনে নেই। তবে গেমটি খেলতে খেলতে আমার হাতে তিমি মাছের ছবি আঁকতে বলা হয়েছিল। আমার হাত কেটে কীভাবে ছবি এঁকেছি আমি জানি না। রাতে কী করেছি আমার কিছু মনে পড়ে না। তবে মাঝে মাঝে হাতের কাটা জায়গায় একটু একটু জ্বালা-যন্ত্রণা করে।’
রাকিবের মা রহিমা খাতুন জানান, আমার রাকিবকে নিয়ে আমি ভীষণ চিন্তিত। তার মোবাইল সে নিজেই ভেঙে ফেলেছে। এইসব প্রাণঘাতী গেম যেন কোনো ছেলেমেয়ের হাতে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের (সাংবাদিকদের) কাছে অনুরোধ করছি।
রাকিবকে পারিবারিকভাবে নজরদারিতে রাখা হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা এখন শংকামুক্ত।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান রানা বলেন, রাকিবের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সে মানসিক ভারসাম্যহীন। সে প্রায় সময়ই উল্টাপাল্টা কথা বলছে। বাড়িতেও রাগ উঠলে সে বাড়ির সব কাচের জিনিসপত্র ভাংচুর করে বলে তার মা আমাদের জানিয়েছেন।
The post পঞ্চম শ্রেণির ছাত্রের হাতে ‘ব্লু হোয়েল’ appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xJt5EG
October 17, 2017 at 12:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন