আহমেদাবাদের হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ সদ্যোজাতের মৃত্যু

আহমেদাবাদ, ২৯ অক্টোবরঃ আহমেদাবাদের সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৯ সদ্যোজাতের। হাসপাতাল সূত্রে খবর, ৯টি সদ্যোজাতের মধ্যে পাঁচটি শিশুকে গুজরাতের লুনাওয়াড়া, সুরেন্দ্রনগর, মানসা, ভিরামগাম এবং হিম্মতনগরের বিভিন্ন হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছিল। আরও ৪ সদ্যোজাতের জন্ম আহমেদাবাদের ওই সরকারি হাসপাতালেই হয়। গতকাল ওই হাসপাতালের আইসিইউতে একইসঙ্গে ৯ সদ্যজাতের মৃত্যু হয়।

হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, ৯টি শিশুরই ওজন কম ছিল। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক ছিল। শিশুদের সুস্থ করে তোলার চেষ্টা করেন হাসপাতালের নিওন্যাটাল কেয়ারে সমস্ত চিকিত্সক এবং নার্সরা। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও ব্যর্থ হন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zWwFxE

October 29, 2017 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top