কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনাজয় হিনার

ব্রিসবেন, ৩১ অক্টোবরঃ কমনওয়েলথ শুট্যিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন হিনা সিন্ধু। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৫০.৮ পয়েন্ট স্কোর করে সোনা নিশ্চিত করলেন তিনি। রুপো জেতেছেন দুই অস্ট্রেলীয়। এলেনা গালিয়াবোভিচ এবং ক্রিস্টি গিলম্যান।

উল্লেখ্য, গত সপ্তাহেই জিতু রাইকে সঙ্গী করে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন হিনা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iM1DEv

October 31, 2017 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top