ইসির সঙ্গে বিএনপির সংলাপ রাজনীতির জন্য ইতিবাচক-ওবায়দুল কাদের

সুুরমা টাইমস ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশাকরি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবসময় চাই বিএনপি নির্বাচনে আসুক। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আশাকরি তারা আর এ ভুল করবে না।

এদিকে ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বুধবার (১৮ই অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়, সংলাপের আগে তারা মিডিয়ার সঙ্গে আলোচনা করবে।

ঢাকার পরিবহন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় সিটিংয়ের নামে যানবাহনগুলো নৈরাজ্য চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। সিএনজিগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না। চট্টগ্রামে সিএনজির অবস্থা আরও খারাপ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yqam4M

October 16, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top