সুরমা টাইমস ডেস্ক::সুনামগঞ্জ এর ছাতকে লিভার ক্যান্সারে আক্রান্ত আনিকের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন আনিক ও তার পরিবারের লোকজন। তিনি ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন এর বড়কাপন-বানায়াত গ্রামের দিন মজুর কমর আলির ছেলে ও স্থানীয়, গোবিন্দগঞ্জ অনার্স কলেজের সাবেক ছাত্র। আনিক ও তার পরিবারের লোকজন জানান দির্ঘ ৮ মাস ধরে লিভার আক্রান্ত হয়ে অনেক কস্টে জীবন যাপন করছেন তিনি। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ডাক্তার মুরসালিন বলেছেন ৫টি কেমোথেরাপি নিতে ৩-৪ লাখ টাকা প্রয়োজন। দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনো ভাবেই সম্ভব নয় জানিয়েছে সে ও তার দিনমজুর পরিবার।দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি ঘটছে। অর্থের অভাবে মৃত্যু পথযাত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত আনিক মিয়া ও তার পরিবার সমাজের সকল বিত্তমান অ দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য কামনা করেছেন।
আনিকের ব্যবহৃত মোবাইল নংঃ০১৭৮৫৮৭৪৫৫০ ও
বিকাশ পারসোনাল নংঃ০১৭৮৫৮৭৪৫৫০’ও ডাচবাংলা রকেট নং,০১৭৮৫’৮৭৪৫৫০৪
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2kRpJyg
October 16, 2017 at 02:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন