কুমিল্লার ১৭টি থানা থেকে ৬২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার ১৭টি থানার বিভিন্ন এলাকা থেকে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। তাদেরকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন কুমিল্লার বার্তা ডটকমকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোট ৪৮ জনকে আটক করে জেলার ১৭ থানার পুলিশ।

The post কুমিল্লার ১৭টি থানা থেকে ৬২ জন গ্রেফতার appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2yqfTIV

October 16, 2017 at 12:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top