মুম্বাই, ০৬ নভেম্বর- দিল্লিতে ১৯৮৮ সালের ৫ নভেম্বর জন্ম নিয়েছিলেন ভারতের তিন ফরমেটের বর্তমান দলপতি বিরাট কোহলি। তাঁর জন্মদিনও সেলিব্রেট হলো সেভাবেই। রাজকোটে সতীর্থদের সঙ্গেই বার্থডে সেলিব্রেশনে মাতলেন কোহলি। শুধু কেক কাটাই নয়, অধিনায়ককে কেক দিয়ে মাখামাখি করে ছাড়ল টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা। বিরাটের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতেও উপচে পড়েছে শুভেচ্ছার বান। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইসিসি, বিসিসিআই পর্যন্ত শুভেচ্ছায় ভরিয়ে দিল বিরাট কোহলিকে। জন্মদিনে এত শুভেচ্ছা পেয়ে অভিভূত বিরাটও তাদের ধন্যবাদ জানাতে দেরি করেননি। ২৯ বছরে পা দেওয়া কোহলির জন্মদিনে ভারতীয় মিডিয়া সরব। দেশটির একটি সংবাদমাধ্যম কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মার সাক্ষাৎকার নিয়েছে। যেখানে কোহলির অনেক অজানা তথ্য জানিয়েছেন তিনি। একেবারে ছোটবেলা থেকে যাকে হাতে ধরে তৈরি করেছেন রাজকুমার আজ তিনিই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, অনুভূতিটা ঠিক কেমন? এমন প্রশ্নের উত্তরে রাজকুমার জানান, অসাধারণ। গর্ব হয় কোহলি জন্য। কোথা থেকে নিজেকে সে কোথায় নিয়ে গিয়েছে। সে ছোটবেলা থেকেই খেলা নিয়ে আবেগপ্রবণ। যেমন সব ম্যাচ শেষে সে নিজে সেই ম্যাচের কাটাছেঁড়া করে। খারাপ হলে বোঝার চেষ্টা করে ভুলটা কোথায় হলো। কোহলি সব সময়ই নিজের ভুল থেকে শেখে। সে ছোটোবেলা থেকেই সব সময় ঝুঁকি নিতে ভালবাসে। যদি খুব চাপে থাকে তাকে দেখে কেউ বুঝবে না। সে মনে মনে প্রস্তুতি নেবে দলকে চাপমুক্ত করে কাজটা হাসিল করার। সব সময় প্রস্তুত থাকে কোহলি। অধিনায়ক বিরাটকে কোথায় রাখবেন? এমন প্রশ্নের উত্তরে রাজকুমার জানান, কোহলি ভালো ক্যাপ্টেন। কারণ কখনও সে ভয় পায় না আর সব সময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। সারাক্ষণ মাথায় পরিকল্পনা ঘোরে আর সেটা সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করে ফেলতে পারে সে। আমার মনে হয় তার একটাই পরিবর্তন দরকার আর সেটা হলো-প্রত্যাশা। সতীর্থদের থেকে তার প্রচুর প্রত্যাশা। আসলে কোহলি হারতে চায় না। সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j3wLj1
November 06, 2017 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top