মাত্র দুটি শব্দ উচ্চারণ, আর শিশুকে জঙ্গি ভেবে বসল শিক্ষক!

টেক্সাস, ৩ ডিসেম্বরঃ মানসিক ও শারীরিক অসুস্থতার (ডাউন সিনড্রোম) শিকার এক মুসলিম ছাত্রকে জঙ্গি বলে সন্দেহ হওয়ায় সোজা পুলিশে খবর দিলেন শিক্ষক। মহম্মদ সুলেইমান নামে ওই ছাত্রের বয়স মাত্র ছ’বছর। আমেরিকার হাউস্টনের টেক্সাসে পার্লল্যান্ডের সিজে হ্যারিস এলিমেন্টারি স্কুলের ঘটনা। যদিও পুলিশি তদন্তে ‘অভিযুক্ত’ ছাত্রের বিরুদ্ধে জঙ্গি হওয়ার কোন প্রমাণ এখনও মেলেনি।

জানা গিয়েছে, ক্লাসের মধ্যে সে ‘আল্লাহ’ এবং ‘বুম’ শব্দ দুটি বারবার উচ্চারণ করতে থাকে। তাই শুনে ওই শিক্ষকের মনে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন টেক্সাস পুলিশকে।

অভিযোগ পেয়ে পুলিশ মহম্মদের বাড়িতে হানা দেয়। সুলেইমানের পরিবার জানিয়েছে, সে ডাউন সিনড্রোমের শিকার। বয়স ছ’বছর হলেও তার মানসিক বয়স এক বছর। সেই কারণে সে ঠিক মতো কথাও বলতে পারে না। পরিবারের অভিযোগ, মুসলিম হওয়ায় তাদের সন্তানের সঙ্গে ওই শিক্ষক এরকম আচরণ করল। গোটা ঘটনাটি তদন্ত করছে সেখানকার চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BwxNIl

December 03, 2017 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top