মুর্শিদাবাদ, ৯ জানুয়ারিঃ ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় আহত হলেন সাতজন। মঙ্গলবার সকাল ৫.৩০-৬টা নাগাদ কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপর কান্দি থানার গোকর্ন পাওয়ার হাউসের কাছে ঘটনাটি ঘটেছে। গাড়ির দৃশ্যমানতা কম থাকায় এবং গাড়ির হেডলাইট খারাপ ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গিয়েছে, আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার দরবারপুর গ্রামের বাসিন্দা, সকলেই শাড়ি ব্যবসায়ী। সোমবার বেলডাঙা হাটে শাড়ি কিনে বেলডাঙা থেকে দরবারপুর গ্রামে ফেরার পথে গোকর্ন কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় চার চাকার গাড়িটি ফলে আহত হন সাতজন। বর্তমানে সাতজন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করে।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mfzK6R
January 09, 2018 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন