চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক ::     সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে বুধবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত-মো. আমিনুল ইসলাম (৩৫) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আঃ রাজ্জাক’র ছেলে।
র‌্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার’র নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও আসামীর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n7ksBj

January 24, 2018 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top