যৌন নিগ্রহের অভিযোগ থেকে অব্যাহতি পিপলি লাইভ পরিচালকের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারিঃ দিল্লি আদালতের রায়কে সমর্থন জানিয়ে ধর্ষণের অভিযোগ থেকে ‘পিপলি লাইভ’য়ের পরিচালক মাহমুদ ফারুকিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, মাহমুদ ফারুকিকে নিয়ে যে রায় দিল্লি হাইকোর্ট দিয়েছে তার মাঝে কোনও হস্তক্ষেপ করবে না দেশের সর্বোচ্চ আদালত৷ কারণ দিল্লি হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে৷ শুক্রবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয় বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি এল নাগেশ্বর রাও-এর ডিভিশন বেঞ্চে।

২০১৫ সালের ২৮ মার্চ। লেখক-পরিচালক মাহমুদ ফারুকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন বছর ৩৫-এর একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এক মহিলা।

২০১৬-য় মামলা শুরু হওয়ার পর দিল্লির একটি ফাস্ট ট্র্যাক আদালত মাহমুদ ফারুকিকে দোষী সাব্যস্ত করেছিল। সাত বছরের জেল হেফাজতের নির্দেশও দিয়েছিল আদালত। এর পরই দিল্লি হাইকোর্টে আবেদন করেন ফারুকি। গত বছর দিল্লি হাইকোর্ট ফারুকিকে বেকসুর খালাসের নির্দেশের পরই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিযোগকারিণী। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mRjDvI

January 19, 2018 at 05:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top