সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক::      তত্ত্বাবধায়ক সরকার নয়; বরং সংবিধানের আলোকেই জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় পার্টি- এমনটি উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন- ‘জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। কেননা নির্বাচন ছাড়া সরকার গঠন করা যায়না, প্রতিবাদ করা যায় না।’

আজ বৃহস্পতিবার (০১লা ফেব্রুয়ারী) বেলা পৌনে তিনটার দিকে সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন- ‘জাতীয় পার্টি তত্ত্বাবধায় সরকারেও বিশ্বাস করেনা, এ কারণে সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। আর এই নির্বাচনে ৩০০ আসনেই দলের প্রার্থী দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।’

এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করছেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।

পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মেজর (অব.) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nvFt8g

February 01, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top