রাশিয়া বিশ্বকাপের আর মাত্র ৮৪ দিন বাকি। ১৪ জুন দেশটির রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই ফুটবলের মহা আসরের। ১৫ জুলাই একই ভেন্যুতে ফাইনালের মাধ্যমে বিশ্বসেরা দল চূড়ান্ত হবে। ৩২ দল সারছে পূর্ব প্রস্তুতি। এখন অপেক্ষা মাঠের লড়াই শুরুর। এরইমধ্যে বেশ কয়েকটি দেশ জার্সি উন্মোচনও শুরু করে দিয়েছে। বিশ্বের জনপ্রিয় সব খেলার সরঞ্জামের কোম্পানিগুলো দলগুলোর জার্সির স্পন্সর হয়েছে। এবারের আয়োজনে দেখে নিবো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারদের মতো বড় বড় তারকাদের জার্সি তৈরির দায়িত্বে কারা রয়েছে: ২১তম বিশ্বকাপের আসরে ১২টি দলের জার্সিই তৈরি করছে অ্যাডিডাস। ১০ দলের কিট তৈরি করে দিচ্ছে নাইকি। তিন দেশের দায়িত্বে রয়েছে পুমা। দুটি করে দল পাচ্ছে আমব্রো ও নিউ ব্যালেন্স। একটি করে দল পেয়েছে হামেল, ইরিয়া ও ইউএইচএল স্পোর্ট। আরও পড়ুন: অদ্ভুত সেই হেয়ারকাটের কারণ জানালেন রোনালদো অ্যাডিডাস: খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান আডিডাস লিমিটেড চলতি আসরে আর্জেন্টিনা, বেলজিয়াম, কলোম্বিয়া, মিশর, জার্মানি, ইরান, জাপান, মেক্সিকো, মরোক্কো, রাশিয়া, স্পেন ও সুইডেনের দায়িত্বে রয়েছে। নাইকি: নাইকি ইনকর্পোরেশন বিশ্বব্যাপী খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী এই মার্কিন প্রতিষ্ঠানটি মোট ১০ দলের জার্সি তৈরি করছে। দলগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া। পুমা: জার্মানির প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ড, উরুগুয়ে ও সেনেগাল দলের হোম ও অ্যাওয়ে জার্সি তৈরি করে দিচ্ছে। নিউ ব্যালেন্স: যুক্তরাষ্ট্রের বস্টনের নিউ ব্যালেন্সের সদর দপ্তর। প্রতিষ্ঠানটি এবার কোস্টারিকা ও পানামার স্পন্সর। আমব্রো: ইংলিশ প্রতিষ্ঠানটির সদর দপ্তর ম্যানচেস্টারে। এবারের বিশ্বকাপে পেরু ও সার্বিয়া দলের জার্সিতে তাদের লোগো দেখা যাবে। হামেল: খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী ডেনমার্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি নিজেদের দেশের ফুটবলারদেরকেই স্পন্সর করেছে। ইরিয়া: ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের মর্যাদাপূর্ণ আসরে জায়গা করে নেয়া আইসল্যান্ড ইতালিয়ান প্রতিষ্ঠান ইরিয়ার জার্সি গায়ে মাঠে নামবে। মাত্র ৩ লাখ ৩৫ হাজার জনসংখ্যার ইউরোপিয়ান দেশটি প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের মহারণে মাঠে নামবে। ইউএইচএল স্পোর্ট: আফ্রিকান দেশ তিউনেশিয়ার ফুটবলাররা এবারের আসরে জার্মান প্রতিষ্ঠান ইউএইচএল স্পোর্টের জার্সিতে মাঠ মাতাবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২২ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IEulzD
March 22, 2018 at 11:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন