মেঘালয়ে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী কনরাড

শিলং, ৬ মার্চঃ দীর্ঘ ১০ বছরের কংগ্রেস শাসনে ইতি টেনে সরকারিভাবে ক্ষমতা দখল করল বিজেপির শরিক এনপিপি। মঙ্গলবার সকাল ১০.৩০টা নাগাদ মেঘালয়ের দ্বাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে কাঁধে দায়িত্ব তুলে নিলেন ৪০ বছরের কনরাড সাংমা।

রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সভাপতি অমিত শাহ। ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ও অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মেঘালয়ে সব থেকে বেশি আসন পেলেও সরকার গড়ার দৌড়ে পিছিয়ে পড়ে কংগ্রেস। পাঁচ দলের জোটের নেতা হিসেবে এই দায়িত্ব পেলেন কনরাড। মেঘালয় বিধানসভায় ৩৪ বিধায়কের নেতা হলেন কনরাড। পাঁচ দলের জোটের আসন সংখ্যা এই রকম- এনপিপির ১৯ আসন, বিজেপির ২টি, ইউডিপির ৬টি, পিডিএফ ৪টি, এইচএসপিডিপির ২টি এবং ও নির্দলের ১টি আসন।

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত পিএ সাংমার ছোট ছেলে কনরাড ২০১৬ সালে বাবার মৃত্যুর পর এনপিপি-র নেতৃত্বে আসেন। বর্তমানে তিনি তুরা লোকসভা কেন্দ্রের সাংসদ। রাজনৈতিক কেরিয়ার শুরু ১৯৯০ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে বাবার ভোট প্রচারের ম্যানেজার হিসেবে।

২০০৮ সালে বিধানসভা নির্বাচনে দাদা জেমস সাংমার সঙ্গে প্রথমবার নির্বাচিত হন। সে বছরই কনরাড মেঘালয়ে অর্থমন্ত্রকের দায়িত্ব পান। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2I5THWN

March 06, 2018 at 12:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top