বিলোনিয়া(ত্রিপুরা), ৬ মার্চঃ ভোট পরবর্তী হিংসায় জ্বলছে ত্রিপুরা। চারদিকে চলছে সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুর, আগুন। রাজ্যজুড়ে তাণ্ডবের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
বুলডোজার দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায়। গুড়িয়ে দেওয়া হয় বিলোনিয়া শহরের কলেজ স্কোয়ারে অবস্থিত লেনিনের মূর্তিটি।
মোবাইল ফোনে সেই দৃশ্য রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় প্রায় ৩০০ জন যুবক ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিয়ে এই কার্যকলাপ চালাচ্ছিল। কেউ এই ঘটনার দায় স্বীকার না করলেও জানা গিয়েছে, ওই যুবকরা বিজেপি কর্মী-সমর্থক।
একাধিক জায়গায় ভাঙচুরও করা হয়েছে সিপিআই(এম)-এর কার্যালয়। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম ত্রিপুরায় ১৪৪ ধারা জারি।
ঘটনার তীব্র নিন্দা করে হিংসা থামানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল তথাগত রায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। খবর শোনার পরেই রাজনাথ সিং ত্রিপুরার ডিজির সঙ্গে কথা বলে হিংসা থামানোর নির্দেশ দিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2I7FetM
March 06, 2018 at 12:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন