নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ খেলাধুলোর জগতে দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্নের জন্য প্রস্তাবিত হল কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক প্রাপ্ত নীরজ চোপড়ার নাম। নীরজের নাম শুক্রবার প্রস্তাব করেছে অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া।
এর আগে ২০১৬-য় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। অর্জুন পুরস্কারের জন্যও প্রস্তাব করা হয়েছে তাঁর নাম। অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হয়েছে জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি এবং চার বার কমনওয়েলথ গেমস-এ পদকজয়ী ডিসকাস থ্রোয়ার সীমা আনতিল পুনিয়ার নামও। দ্রোনাচার্য পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে দেশের কিংবদন্তী অ্যাথলিট পিটি ঊষার নাম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r3JEuM
April 28, 2018 at 03:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন