খেলরত্ন পাচ্ছেন জ্যাভলিন চ্যাম্প নীরজ চোপড়া

নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ খেলাধুলোর জগতে দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্নের জন্য প্রস্তাবিত হল কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক প্রাপ্ত নীরজ চোপড়ার নাম। নীরজের নাম শুক্রবার প্রস্তাব করেছে অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া।

এর আগে ২০১৬-য় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। অর্জুন পুরস্কারের জন্যও প্রস্তাব করা হয়েছে তাঁর নাম। অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হয়েছে জ্যাভলিন থ্রোয়ার অন্নু রানি এবং চার বার কমনওয়েলথ গেমস-এ পদকজয়ী ডিসকাস থ্রোয়ার সীমা আনতিল পুনিয়ার নামও। দ্রোনাচার্য পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে দেশের কিংবদন্তী অ্যাথলিট পিটি ঊষার নাম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r3JEuM

April 28, 2018 at 03:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top