কাবুল, ২৮ এপ্রিলঃ আফগান প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দিচ্ছে না বিসিসিআই। আইপিএলের ধাঁচে একটি টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ শুরু করতে চলছে আফগান ক্রিকেট বোর্ড(এসিবি)। এসিবির ঘোষণা অনুযায়ী, ৫-২৪ অক্টোবরের মধ্যে সারজাতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে। মোট ৫টি দলের মধ্যে ২৪টি ম্যাচ খেলা হবে পুরো লিগটিতে। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটারদের আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলানোর অনুমতি চেয়েছিল এসিবি। কিন্তু সব খেলোয়াড়দের জন্যই একই নিয়ম হওয়ার কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেটারদের এপিএলে খেলার গ্রিন সিগনাল দেয়নি বিসিসিআই।
পুরো বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, ‘আমরা সবসময় বন্ধু আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও সেটাই করব। তবে এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের এপিএলে খেলার ছাড়পত্র দেওয়াটা একটু চাপের। একজনকে এই সুযোগ দিলে প্রত্যেককেই এই ছাড় দিতে হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KmvEUQ
April 28, 2018 at 04:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন