রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন একটা সময় চুটিয়ে প্রেম করেছেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এই দুই তারকার বিচ্ছেদ বলিউডে সেসময় জোর গুঞ্জন শুরু হয়। শোনা যায়, ক্যাটরিনা কাইফের জন্যই নাকি রণবীরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দীপিকা পাড়ুকোনের। এরপর কয়েক বছর ক্যাটরিনার সঙ্গে রণবীরের একান্তে সময় কাটলেও, সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর আলিয়া ভাটের সঙ্গে ফের সম্পর্কে জড়ান রণবীর। অফিসিয়ালি বিষয়টি না জানালেও, বলিউডে কিন্তু বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়। এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে দীপিকা মুখ খুলেছেন। ভারতের একটি গণমাধ্যমে বলা হয়, রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা নাকি আগে থেকেই জানতেন দীপিকা পাড়ুকোন। আলিয়া ও রণবীর বিষয়টি প্রকাশ্যে না আনলেও দীপিকা সম্পূর্ণ বিষয়টিই জানতেন। শোনা যায়, দীপিকা রণবীরের বিশেষ বান্ধবী না থাকলেও, তাদের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। আর সেই কারণেই সাবেক প্রেমিকের নতুন সম্পর্কের ব্যাপারে জানতেন তিনি। রণবীর নাকি নিজেই দীপিকাকে নতুন সম্পর্কের বিষয়ে সব জানিয়েছেন। রণবীর-দীপিকার বিচ্ছেদ হয়ে গেলেও তাদের বন্ধুত্ব যে অটুট, তার প্রতিফলন দেখা যায় তামাশা সিনেমায়। যেখানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতোই পরিচালক ইমতিয়াজ আলি রণবীর-দীপিকার রসায়নকে এক অন্যমাত্রায় নিয়ে যান। ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2syWGjw
June 02, 2018 at 12:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top