মুম্বাই, ২৯ জুলাই- পরনে লাল বেনারসী, গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা, মাথায় মুকুট, সিঁথিতে চওড়া সিঁদুরে ঠিক যেন বাঙালি বধূ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন একটি ছবি নিয়ে নেটিজেনরা মেতেছেন। এই ছবিটি নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। ছবিটি এমন ভাবে এসেছে যে দেখে বোঝার উপায় নেই এটি কোন সিনেমার দৃশ্য। আর তাই সবাই ভেবে বসেছিলেন ইশানকেই বুঝি বিয়ে করে ফেললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এই ছবিটি জাহ্নবী ও ঈশানের মুক্তিপ্রাপ্ত ধড়ক ফিল্মের। ছবিতে দেখানো হয় বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে পার্থবী (জাহ্নবী কাপুর) ও মধুকর ( ঈশান খট্টর)। আর কলকাতাতে এসেই বিয়ে করে ফেলে পার্থবী ও মধুকর। আর ছবিতে এই দৃশ্যটা দৃশ্যায়িত করার জন্যই জাহ্নবী ও ঈশানকে বাঙালি বর-কনের বেশে দেখা যায়। গত ২০ জুলাই মুক্তি পেয়েছে ধড়ক ফিল্মটি। তারপর থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহে ছবিটির আয় আরো বাড়বে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mNLL3g
July 30, 2018 at 12:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন