ফেরার নীরব মোদির প্রত্যার্পণের জন্য ব্রিটেন সরকারকে আবেদন

নয়াদিল্লি, ৩ অগাস্টঃ পিএনবি জালিয়াতি কাণ্ডে ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদির প্রত্যার্পণের জন্য ব্রিটেন সরকারের কাছে আবেদন জানিয়েছে এ দেশের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং জানিয়েছেন, ‌লন্ডনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই অনুরোধ ব্রিটেন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এই অনুরোধ পাঠিয়েছেন দূতাবাসের বিশেষ কূটনীতিকরা।

পাঞ্জাব ন্যাশনল ব্যাংকের ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি, কেন্দ্রীয় গোয়েন্দাদের ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। সিবিআই-এর দাবি, নীরব মোদিকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2n742bR

August 03, 2018 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top