কেরলে ৭ কোটি টাকা ত্রাণ ঘোষণা অ্যাপেলের

নয়াদিল্লি, ২৫ অগাস্টঃ কেরলের ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা সাহায্য ঘোষণা করল মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল। শনিবার অ্যাপেলের তরফে জানানো হয়েছে, ‘কেরলের বিপর্যয়ে আমরা মর্মাহত। সেখানে মার্সি ক্রপস ও কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্যোগে যে ত্রাণকাজ চলছে ততে আমরা ৭ কোটি টাকা সাহায্য পাঠাচ্ছি। বন্যায় যাঁরা আশ্রয় হারিয়েছেন তাঁদের বাড়ি ও স্কুল তৈরির জন্য এই টাকা পাঠানো হল।’

সংস্থা জানিয়েছে, ‘আমরা আমাদের অ্যাপে ডোনেশন বটন সক্রিয় করে দিয়েছি। এখন সাধারণ মানুষ অ্যাপেলের ওয়েব সাইট, অ্যাপ স্টোর ও আইটিউনসের মাধ্যমে কেরলের জন্য অনুদান পাঠাতে পারেন।’

প্রসঙ্গত, এর আগেও একই ভাবে বিভিন্ন বিপর্যয়ে হাত বাড়িয়ে দিয়েছে অ্যাপেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2o6z04m

August 25, 2018 at 05:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top