তরুণীকে নিয়ে হোটেলে, সেনা আদালতে দোষী সাব্যস্ত মেজর গগৈ

নয়াদিল্লি, ২৭ অগাস্টঃ মানব ঢাল কাণ্ডে ক্লিনচিট পেলেও শ্রীনগর হোটেল কাণ্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে সেনা আদালতে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হয়েছেন মেজর লীতুল গগৈ। এবার তাঁকে কোর্ট মার্শালের মুখে পড়তে হবে।
চলতি বছরের মে মাসে এক কাশ্মীরি তরুণী সহ শ্রীনগরের একটি হোটেলে তাঁকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনলাইনে হোটেল বুক করে মেজর অষ্টাদশী এক স্থানীয় তরুণীকে নিয়ে হোটেলের ঘরে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু বিধি অনুযাযী, তা সম্ভব নয়। স্বভাবতই হোটেল কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়। এরপর হোটেলকর্মীদের উপর চড়াও হন মেজর। তাঁদের মারধর করেন বলে অভিযোগ। ওই ঘটনারই বিভাগীয় তদন্ত হয়েছে। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, নির্দেশ সত্ত্বেও ওইসময় অভিযান এলাকা থেকে তিনি দূরে ছিলেন। ডিউটিতে ছিলেন না। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে সেনাবাহিনীর তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন মেজর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P8s6ac

August 27, 2018 at 09:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top