প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্বৃত্তদের নানা ধরনের নোংরামির শিকার হয়ে থাকেন অসংখ্য মানুষ। এই নোংরামির শিকার নারীরাই বেশি হন। এমনকি, শোবিজের তারকা অভিনেত্রীরাও এসব নোংরামি থেকে মুক্তি পান না। নায়িকাদের ফেসবুকে ফেক অ্যাকাউন্ট নতুন কিছু নয়। বিভিন্ন সময় তাদের নামে একাধিক ভুয়া আইডি খোলা হয়। কিন্তু, এবার যা হলো, তা অত্যন্ত ভয়ানক। অভিনেত্রী কবিতা কৌশিক। সম্প্রতি বলিউডের এই টেলি অভিনেত্রীর বিকৃত করা নগ্ন ছবি আপলোড করা হয় ফেসবুকে। আর সেটা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। যার ফলে সোশ্যাল সাইট ফেসবুক থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন কবিতা। তাই তো নিজের সব ছবি এবং পোস্ট ডিলিট করে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। ভারতীয় এই জনপ্রিয় অভিনেত্রী হিন্দি ধারাবাহিকে বেশ কিছু ধরে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এফআইআর। এছাড়াও কমেডি সার্কাস, ঝলক দিখলা যা বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অভিনয় করেছেন অভিনেত্রী কবিতা। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি কবিতা। অভিনেত্রী কবিতা কৌশিক একটি ভারতীয় পত্রিকাকে বলেছেন, সোশ্যাল মিডিয়া আমার জন্য খুব বাজে অভিজ্ঞতা। এখন আমি এসব থেকে নিজেকে মুক্ত করতে চাই; তাই নিজের অ্যাকাউন্ট ডিলিট করেছি। এমন ঘটনা আমার কাছে খুবই শকিং। যদিও কাউকেই দোষ দেব না। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2otcxih
September 01, 2018 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top