মুম্বাই, ২৩ অক্টোবর- বলিউডের দুই তারকা দীপিকা-রণবীরের বিয়ের তারিখ নিয়ে নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। তারই মাঝে রবিবার, নিজের বিয়ের দিন প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন দীপিকা। আগামী ১৪ ও ১৫ নভেম্বর দুদিন ব্যাপী তাঁদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বি-টাউনের তারকারা যখন উচ্ছ্বসিত, তখন রণবীর-দীপিকার রসায়ন নিয়ে বিশেষ প্রশ্ন ছুঁড়লেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার! করণ জোহরের কফি উইথ করণ সিজন সিক্স-এর প্রথম পর্ব ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। যে পর্বে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মত জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই এই পর্বের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে কফি উইথ করণ এর পরবর্তী পর্বের বেশকিছু ভিডিও। যে পর্বে দেখা যাবে অক্ষয় কুমার ও রণবীর সিং জুটিকে। তবে এরই মধ্যে শোয়ের প্রমো সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শোয়ে অমন্ত্রিত আক্কি, রণবীরের কার্যকলাপ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অক্ষয়কে বিন্দুমাত্র কথাই বলতে দিচ্ছেন না রণবীর। তিনি নিজেই কথা বলে যাচ্ছেন, যা মনে হচ্ছে করছেন। আর তাঁর এই কাণ্ডকারখানাতেই অতিষ্ঠ অক্ষয় কুমার বিষ্মিত হয়ে বলেই বসেন, মানতেই হবে দীপিকার অসীম সহ্য ক্ষমতা যে রণবীরের মতো ছেলে সহ্য করেন। আর অক্ষয়ের এই প্রতিক্রিয়ার পরই রণবীর ও অক্ষয় দুজনেই হাসিতে ফেটে পডেন। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও রণবীর সিং একে অপরের কার্যকলাপ নিয়ে মজা করতে শুরু করেন। অক্ষয় বলেন, রণবীর যে বিয়ের অনুষ্ঠানেই যান না কেন তিনি নাচতে শুরু করলে আর থামেন না। সব অতিথিরা বাড়ি ফিরে গেলেও তিনি কিছুতেই ফিরতে চান না। এমনকি নব-দম্পতিও যদি তাঁকে এসে বলেন অনুষ্ঠান শেষ এবার বাড়ি যাও, তাহলেও নাকি তিনি যেতে চান না। এরপরে রণবীরও অবশ্য অক্ষয়কে নিয়ে ঠাট্টা করতে ছাড়েন না। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ২৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NZOmCn
October 23, 2018 at 10:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন