কর্ডোবা, ১৭ নভেম্বর- মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসি বিহীন আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিয়ো মারিও আলবার্তো কেম্পেসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয় পেতে কোনো অসুবিধা হয়নি লাতিন পরাশক্তিদের। মেক্সিকোর বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে গোল পেয়েছেন রামিরো ফিউনেস মোরি আর দ্বিতীয়টি এসেছে প্রতিপক্ষের উপহার হিসেবে। মানে মেক্সিকোর আইজ্যাক ব্রিজুয়েলা নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছেন। মেসি-আগুয়েরোদের অবর্তমানে জুভেন্টাসের তারকা পাওলো দিবালা ও ইন্টার মিলানের অধিনায়ক মাওরো ইকার্দির জন্য বড় সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার। দিবালা লিওনেল স্কালোনির দলে শুরু থেকেই নামলেও একাদশে ঠাই হয়নি ইকার্দির। বরং শুরুর একাদশে নয় নম্বর খেলোয়াড় হিসেবে নামেন আরেক ইন্টার তারকা লাওতারো মার্তিনেজ। ম্যাচের প্রথম গোলে দারুণ ভূমিকা রাখেন পাওলো দিবালা। তার ফ্রিক-কিক থেকেই হেড করে ম্যাচের ৪৪ মিনিটে মেক্সিকোর গোলরক্ষক গুয়ের্মো ওচোয়াকে পরাস্ত করেন ভিলারিয়ালের ডিফেন্ডার রামিরো মোরি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৮৩ মিনিটে। ডিফেন্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ব্রিজুয়েলা। স্কালোনির অধীনে এই নিয়ে ৫ ম্যাচে তৃতীয় জয়ের দেখাল পেলো আর্জেন্টিনা। আর/০৮:১৪/১৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Dr8BHn
November 17, 2018 at 04:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন