বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দল নাগরিক ঐক্য, সিলেট জেলা শাখা অদ্য ১৭ নভেম্বর ২০১৮, শনিবার এক জরুরী সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সিলেট জেলার সদস্য সচিব তৌফিক পাশা রাসেল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য দেওয়ান মিনহাজ গাজী, যুগ্ম আহবায়ক মাহবুব আলম এমরান, জেলার সদস্য তৌফিক শামা, আফজল হোসেন রিয়াদ, কয়েস আহমদ, আহমেদ জিলানী, মুহিবুর রহমান, মনজুর হোসেন, কিবরিয়া আহমদ, কাশেম আহমদ, কালাম আহমদ, লিটন আহমদ, শাহীন আহমদ, মামুন আহমদ, সাইফুল ইসলাম, হোসাইন আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
জরুরী সভায় নাগরিক ঐক্য সিলেট জেলা শাখার পক্ষ থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের কাছে সিলেট – ৬ আসন থেকে নাগরিক ঐক্য, সিলেট জেলার আহবায়ক জনাব জিননুর আহমদ চৌধুরী দীপু, সিলেট – ২ আসন থেকে সিলেট জেলার যুগ্ম আহবায়ক জনাব মাহবুব আলম এমরান, সিলেট – ৩ থেকে সিলেট জেলার সদস্য সচিব জনাব তৌফিক পাশা রাসেল এবং হবিগঞ্জ – ১ থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলার আহবায়ক জনাব দেওয়ান মিনহাজ গাজীর নাম প্রস্তাব করা হয়। কিন্তু ঐক্যফ্রন্টের অন্যান্য শরীক দলের কথা বিবেচনা করে এবং দেশের বর্তমান অবস্থাকে সুশৃংখল রাখার স্বার্থে সিলেট-২ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহবুব আলম এমরান এবং সিলেট-৩ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী জনাব তৌফিক পাশা রাসেল নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সমগ্র সিলেট বিভাগে নাগরিক ঐক্যের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের কাছে অন্তত ২টি আসনের দাবী রাখা হয়। সবশেষে, সংগঠনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য প্রত্যেক উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DJmy4h
November 17, 2018 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন